Posts

Showing posts from August, 2019

What is Kolkata ?

Image
কলকাতা আদি নাম:  কলিকাতা ; পুরনো ইংরেজি নাম:  Calcutta  কলকাতা ভারতের   পূর্বাঞ্চলীয়   রাজ্য   পশ্চিমবঙ্গের   রাজধানী ও বৃহত্তম শহর এবং  ভারতের সাংস্কৃতিক রাজধানী ।  কলকাতা শহরটি  হুগলি নদীর  পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র।  কলকাতা বন্দর  ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর।  ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা। অন্যদিকে  বৃহত্তর কলকাতার  জনসংখ্যা ১৪,১১২,৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল।  বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক (আনুমানিক) ৬০ থেকে ১৫০ বিলিয়ন  মার্কিন ডলারের  মধ্যবর্তী ( ক্রয়ক্ষমতা সমতার  সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী)। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান  মুম্বই  ও  নতুন দিল্লির  ঠিক পরেই।

ভিক্টোরিয়া মেমোরিয়াল - Victoria Memorial

Image
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল  বা  ভিক্টোরিয়া স্মৃতিসৌধ  পশ্চিমবঙ্গের   কলকাতায়  অবস্থিত  মহারানি ভিক্টোরিয়ার   একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া  ভারতসম্রাজ্ঞী   উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা  জাদুঘর   এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। নকশা সম্পাদনা বেলফাস্ট সিটি হলের  স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার  উইলিয়াম এমারসন । প্রথমে তাঁকে  ইতালীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীতে  স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও, তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং  ইন্দো-সারাসেনিক  শৈলীর সঙ্গে  মুঘল  উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন।  ভিনসেন্ট এসচ  ছিলেন এই সৌধের অধীক্ষক স্থপতি। সৌধ-সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন  লর্ড রেডেসডেল  ও স্যার  জন প্রেইন । কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণকার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল। অবকাঠামো সম্পাদনা ভিক্টোরিয়া স্মৃতি