পৃথিবীর সবচেয়ে দামি পাখির নাম পাম কাকাতুয়া । এরা পৃথিবীর সব থেকে বড় প্রজাতির কাকাতুয়া।। একটি কাকাতুয়ার দাম প্রায় 15 লক্ষ টাকা হয়ে থাকে । এদের গ্রেট ব্ল্যাক কাকাতুয়া বা গলিথ কাকাতুয়াও বলা হয় । এরা ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় । এদের ঠোঁট এর দৈর্ঘ্য ও বড় হয়। এরা পৃথিবীর খুব দুর্লভ প্রাণী । নিউগিনি এবং অরু আইল্যান্ডের রেইন ফরেস্টে এদের দেখা যায় ।। এরা 55 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় । বাদাম এবং নারকেল এদের প্রিয় খাবার ।। এই কাকাতুয়াদের রয়েছে সব অদ্ভুত বৈশিষ্ট্য । এই পাম কাকাতুয়ারা দুই বছর অন্তর একটি করে ডিম পাড়ে ।। কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে প্রথম ডিম পাড়ে ।। যার ফলে এরা এত দুর্লভ এবং দামেও এত বেশি পরিমাণে থাকে প্রায় দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা ।। এরা নব্বই বছর বয়স অবধি বাঁচতে পারে , যা এই ধরনের পাখির ক্ষেত্রে খুবই বিরল।। এদের ওজন হয় নয়শো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ।। পাম কাকাতুয়ারা নাচ গান আবৃত্তি এবং অন্যের ভাষা নকল করার জন্য খুবই বিখ্যাত । বিশ্ব বাজারে এদের যোগান খুবই অপ্রতুল ।। ব্লগার চন্দ্রানী ভট্টাচার্যী
মাছের দাম দুই কোটি কুড়ি লক্ষ টাকা ( 2,20,00000)।। মাছটির নাম ড্রাগন ফিশ। এটি পৃথিবীর সবচেয়ে দামি মাছ ।। এর দাম প্রায় সোয়া দুই কোটি টাকা ।। দক্ষিণ পূর্ব এশিয়ায় তিন ফুট লম্বা এই মাছটি পাওয়া যায় ।। ইন্দোনেশিয়া মালেশিয়া চীনে সব থেকে বেশি চাহিদা এই মাছটির।। এই মাছটিকে বাড়িতে রাখলে ধন-সম্পত্তি বৃদ্ধি পায় ।। এটি জানার পর থেকেই সবাই মাছটিকে বাড়িতে রাখা শুরু করে ।। মাছটির সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিঙ্ক টি চিপুন👇
কলকাতা আদি নাম: কলিকাতা ; পুরনো ইংরেজি নাম: Calcutta কলকাতা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী । কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর। ২০১১ সালের জনগণনা অনুসারে, কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪। জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৭ম সর্বাধিক জনবহুল পৌর-এলাকা। অন্যদিকে বৃহত্তর কলকাতার জনসংখ্যা ১৪,১১২,৫৩৬। জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরীয় অঞ্চল। বৃহত্তর কলকাতার সাম্প্রতিক অর্থনৈতিক সূচক (আনুমানিক) ৬০ থেকে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যবর্তী ( ক্রয়ক্ষমতা সমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জিডিপি অনুযায়ী)। এই সূচক অনুযায়ী ভারতে কলকাতার স্থান মুম্বই ও নতুন দিল্লির ঠিক পরেই।
Comments
Post a Comment