পৃথিবীর সবচেয়ে দামি পাখির নাম পাম কাকাতুয়া । এরা পৃথিবীর সব থেকে বড় প্রজাতির কাকাতুয়া।। একটি কাকাতুয়ার দাম প্রায় 15 লক্ষ টাকা হয়ে থাকে । এদের গ্রেট ব্ল্যাক কাকাতুয়া বা গলিথ কাকাতুয়াও বলা হয় । এরা ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় । এদের ঠোঁট এর দৈর্ঘ্য ও বড় হয়। এরা পৃথিবীর খুব দুর্লভ প্রাণী । নিউগিনি এবং অরু আইল্যান্ডের রেইন ফরেস্টে এদের দেখা যায় ।। এরা 55 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় । বাদাম এবং নারকেল এদের প্রিয় খাবার ।। এই কাকাতুয়াদের রয়েছে সব অদ্ভুত বৈশিষ্ট্য । এই পাম কাকাতুয়ারা দুই বছর অন্তর একটি করে ডিম পাড়ে ।। কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে প্রথম ডিম পাড়ে ।। যার ফলে এরা এত দুর্লভ এবং দামেও এত বেশি পরিমাণে থাকে প্রায় দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা ।। এরা নব্বই বছর বয়স অবধি বাঁচতে পারে , যা এই ধরনের পাখির ক্ষেত্রে খুবই বিরল।। এদের ওজন হয় নয়শো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ।। পাম কাকাতুয়ারা নাচ গান আবৃত্তি এবং অন্যের ভাষা নকল করার জন্য খুবই বিখ্যাত । বিশ্ব বাজারে এদের যোগান খুবই অপ্রতুল ।। ...
মাছের দাম দুই কোটি কুড়ি লক্ষ টাকা ( 2,20,00000)।। মাছটির নাম ড্রাগন ফিশ। এটি পৃথিবীর সবচেয়ে দামি মাছ ।। এর দাম প্রায় সোয়া দুই কোটি টাকা ।। দক্ষিণ পূর্ব এশিয়ায় তিন ফুট লম্বা এই মাছটি পাওয়া যায় ।। ইন্দোনেশিয়া মালেশিয়া চীনে সব থেকে বেশি চাহিদা এই মাছটির।। এই মাছটিকে বাড়িতে রাখলে ধন-সম্পত্তি বৃদ্ধি পায় ।। এটি জানার পর থেকেই সবাই মাছটিকে বাড়িতে রাখা শুরু করে ।। মাছটির সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিঙ্ক টি চিপুন👇
জাতির উদ্দেশে ‘জনতা-কার্ফুর, আর্জি জানিয়ে বক্তৃতায় যা বলেছিলেন, সোমবার শিল্প মহলের সঙ্গে বৈঠকে সেই কর্মী ছাঁটাই না-করার কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কেন্দ্র যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট করেই এই বার্তা কার্যকর করতে মাঠে নেমেছে শ্রম মন্ত্রক ও কর্মী প্রভিডেন্ট ফান্ড দফতর (ইপিএফও)। করোনার সঙ্গে লড়াইয়ের সময়ে যাতে কোনও সংস্থার কর্মীর চাকরি না-যায়, সে জন্য পদক্ষেপ করতে সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন শ্রমসচিব হীরালাল সামারিয়া। লিখেছেন, এই সময়ে কারও বেতন যাতে ছাঁটাই না-হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে চেষ্টার কথা। নথিভুক্ত সব সংস্থাকে একই আর্জি জানিয়ে চিঠি দিয়েছে ইপিএফও-ও। সামারিয়া লিখেছেন, বর্তমানে ভারত-সহ বিশ্ব যে সমস্যার মুখোমুখি, তার বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়াতে সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থাকে আপাতত কর্মী ছাঁটাইয়ের পথে না-হাঁটার পরামর্শ দিচ্ছে মন্ত্রক। বলছে বেতন ছাঁটাই না-করার কথাও। বিশেষত ঠিকা কর্মীদের। কেউ ছুটি নিলে বা সংস্থা বন্ধ রাখতে হলেও কর্মীদের বেতন যেন কাটা না-যায়। তাঁর অনুরোধ, নিজ নিজ রাজ্যের সব সংস্থার মালিক...
Comments
Post a Comment