পৃথিবীর সবথেকে দামি পাখি


পৃথিবীর সবচেয়ে দামি পাখির নাম পাম কাকাতুয়া । এরা পৃথিবীর সব থেকে বড় প্রজাতির কাকাতুয়া।। একটি কাকাতুয়ার দাম প্রায় 15 লক্ষ টাকা হয়ে থাকে । এদের গ্রেট ব্ল্যাক কাকাতুয়া  বা গলিথ কাকাতুয়াও বলা হয় । এরা ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় । এদের ঠোঁট এর দৈর্ঘ্য ও বড় হয়। এরা পৃথিবীর খুব দুর্লভ প্রাণী । নিউগিনি এবং অরু আইল্যান্ডের রেইন ফরেস্টে এদের দেখা যায় ।। এরা 55 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় । বাদাম এবং নারকেল এদের প্রিয় খাবার ।। এই কাকাতুয়াদের রয়েছে সব অদ্ভুত বৈশিষ্ট্য । এই পাম কাকাতুয়ারা দুই বছর অন্তর একটি করে ডিম পাড়ে ।। কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে প্রথম ডিম পাড়ে ।। যার ফলে এরা এত দুর্লভ এবং দামেও এত বেশি  পরিমাণে থাকে প্রায় দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা ।। এরা নব্বই বছর বয়স অবধি বাঁচতে পারে , যা এই ধরনের পাখির ক্ষেত্রে খুবই বিরল।। এদের ওজন হয় নয়শো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ।। পাম কাকাতুয়ারা নাচ গান আবৃত্তি এবং অন্যের ভাষা নকল করার জন্য খুবই বিখ্যাত । বিশ্ব বাজারে এদের যোগান খুবই অপ্রতুল ।।

                                              ব্লগার চন্দ্রানী ভট্টাচার্যী

Comments

Popular posts from this blog

পৃথিবীর সবচেয়ে দামি মাছ Dragon Fish

What is Kolkata ?